ট্রান্সকম গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

0
26

ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের আর্থিক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এই চুক্তির আওতায় ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতা ব্যবহার করে নিজেদের বিল কালেকশন, পেমেন্ট এবং রিকনসিলিয়েশন আরও কার্যকরভাবে করতে পারবে। ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আওতায় থাকা ১৮৭টি ব্রাঞ্চ, ৫৯টি সাব-ব্রাঞ্চ এবং ১,১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের সুবিধা কাজে লাগিয়ে ট্রান্সকম ব্যাংকিংয়ের নিয়মিত সময়ের বাইরেও এমনকি ছুটির দিনেও তাদের বিল কালেকশন দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে। এ ছাড়াও ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেট ব্যবহার করতে পারবে।
১২ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ট্রান্সকম গ্রুপের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. কামরুল হাসান এবং গ্রুপটির করপোরেট ফাইন্যান্সের ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।