চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

0
67

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এমএ সালামের কাছে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি শাব্বির আহমেদ, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জহুরুল হক প্রমুখ।