চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং প্রশিক্ষণ

0
45

চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
২ আগস্ট ২০২৪ চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সবশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তারা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।