খুলনায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

0
65

খুলনায় জনতা ব্যাংক পিএলসির বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবদুল জব্বার। খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রমজান বাহার ও মো. নূরুল আলম। সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন খুলনা করপোরেট শাখা এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এরিয়ার নিয়ন্ত্রণাধীন শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।