কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

0
61

তৃণমূল পর্যায়ের কৃষকদের উচ্চফলনশীল (উফশী) ফসলের জাত এবং টেকসই চাষাবাদ পদ্ধতিতে রূপান্তরে সহায়তা করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ জরিপ শাখার পরিচালক মো. তাজুল ইসলাম পাটওয়ারী এবং পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন এবং আইসিটি শাখার পরিচালক রেজাউল করিম, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন।