কৃষি গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে অনুদান দেবে মার্কেন্টাইল ব্যাংক

0
58

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খাদ্যে কৃষি গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবনে ১ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গতকাল একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় চার ধাপে এ অনুদানের অর্থ ছাড় করা হবে।