কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক

0
141

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক হুইপ মুজিবুল হক মুজিবকে এবারও আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এ আসনের টানা তিনবারসহ মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
মুজিবুল হক মুজিব স্কুলজীবনেই বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। ছাত্ররাজনীতি শেষে তিনি যুবলীগে যোগদান করেন। স্বাধীনতার পরে কুমিল্লা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মূল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে নেতৃত্ব দেন।
তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত এবং পুনরায় হুইপের দায়িত্ব পান। তিনি সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।