কুমিল্লার চান্দিনায় গ্লোবাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

0
61

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংকের শ্রীমন্তপুর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জেহাদ ভার্চুয়ালি আউটলেটের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলি খান, ইভিপি ও ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এসএম মিজানুর রহমান, ভিপি ও মার্কেটিং ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।