কুমিল্লায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
8

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর কলেজের কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। ওয়ান স্কুল, ওয়ান ব্রাঞ্চ, ওয়ান ব্যাংক, অল ব্যাংকিং সার্ভিসেস সেøাগান নিয়ে এ আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, কুমিল্লা শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী।