কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ দেবে এনআরবিসি

0
123

কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বাড়ানো মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রফতানিকারকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক গঠিত ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ)’ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ ঋণ দেয়া হবে। এ ঋণ বিতরণের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও গোলাম আউলিয়া ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।