কমিউনিটি ব্যাংকের ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন

0
115

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি তিনটি ভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে। ইএসজি-লেড ইনোভেশন এবং প্রসেস ইনোভেশন এ দুটি ক্যাটাগরিতে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড এবং প্রোডাক্ট ইনোভেশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করে। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ইনফোসিস-ফিনাকল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আদিত্য সিঙ্গারাজু এবং বিজনেস কনসাল্টিং গ্রুপ, ইনফোসিস-ফিনাকল দক্ষিণ এশিয়ার প্রধান রেঘুনাথন সুকুমার পিল্লাই কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মসিউল হক চৌধুরীকে সম্মানজনক ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ডগুলো হস্তান্তর করেন।