কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

0
80

দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করেছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ কার্ড সেবার সার্বিক সুবিধা নিয়ে বক্তব্য দেন। অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকরা, উপব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান, কোম্পানি সচিব ও কার্ড ডিভিশনের প্রধান উপস্থিত ছিলেন।