ওয়ান ব্যাংক ও আমারল্যাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
37

ওয়ান ব্যাংক লিমিটেড এবং আমারল্যাব লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমারল্যাবের সিইও নাফিসা চৌধুরী এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের কার্ডহোল্ডাররা ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা অগ্রাধিকারভিত্তিতে বিশেষ সুবিধা প্যাকেজসহ সব সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।