এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোখলেসুর রহমান

0
33

এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয়। এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান বিঅ্যান্ডটি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফরমার্স, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ, তুষার সিরামিকস, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিডি গেম স্টুডিওর মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে।