এসআই ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন

0
79

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটগুলোয় বিজনেস ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২৩ শীর্ষক মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হাবীবুর রহমান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্টরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।