এমটিবির এমটিবি ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ আয়োজন

0
43

এমটিবি ক্লাব ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি দুই দিনব্যাপী এমটিবি ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ আয়োজন করে। ঢাকার রকল্যান্ড স্পোর্টস লিমিটেডে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এমটিবির বিভিন্ন ডিভিশন, ডিপার্টমেন্ট ও ব্রাঞ্চ থেকে উল্লেখযোগ্য সংখ্যক এমটিবিয়ান অংশগ্রহণ করে। এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান আয়োজনের উদ্বোধন করেন। এ ছাড়া এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও এবং এমটিবি ক্লাবের প্রেসিডেন্ট মো. খালিদ মাহমুদ খান এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট ও এমটিবি ক্লাবের সেক্রেটারি জেনারেল আজম খানসহ এমটিবিয়ান ও তাদের পরিবারের সদস্যরা উৎসবে অংশ নেন।