এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

0
104

খন্দকার রুহুল আমিন এনআরবি ব্যাংক লিমিটেডের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত। এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত সভায় খন্দকার রুহুল আমিন সর্বসম্মতিক্রমে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হন। এছাড়া তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে ও বিদেশে একজন দক্ষ ও সফল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থিত ফাদার রিয়ালিটি করপোরেশন, সুরমা রিয়ালিটি করপোরেশন, আমিন রিয়ালিটি করপোরেশন, হিরাপুর রিয়ালিটি করপোরেশন, চিলিস চকোলেট (মেক্সিকান রেস্টুরেন্ট), গ্যালিটোস এক্সপ্রেস (মেক্সিকান রেস্টুরেন্ট) ও ইন্ডিয়ান প্যালেসের স্বত্বাধিকারী।
এছাড়া জনাব আমিন বাংলাদেশে হোটেল নিউইয়র্ক, ক্যাফে নিউইয়র্ক, আমিন সিএনজি ফিলিং স্টেশন, ঢাকা নিউইয়র্ক এগ্রো ফিশারিজ এবং খন্দকার টাওয়ারের স্বত্বাধিকারী।