এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নাম পরিবর্তন

0
86

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম এনআরবিসি ব্যাংক পিএলসি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে। নাম পরিবর্তন করে সংশোধিত লাইসেন্স ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি লাইসেন্সটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও গোলাম আউলিয়ার কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান। এ সময় ব্যাংকের পরিচালক এএম সাইদুর রহমান, লকিয়ত উল্ল্যাহ ও কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।