এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা

0
79

সমৃদ্ধির সোপানে আগামীর পথচলা প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক্সিম ব্যাংকের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ (এমপি), মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক, মোহাম্মদ শহিদুল্লাহ, এনসিসি ব্যাংকের পরিচালক ও আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দীন মোনেম প্রমুখ