উত্তরবঙ্গে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

0
82

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রামের রাজারহাটে ১ হাজার ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনামের সভাপতিত্বে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন প্রকারের কৃষি বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এ সময় রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল ও রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুরের সিএসআর কার্যক্রমে দিনাজপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দিনাজপুরের উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন। সৈয়দপুরের সিএসআর কার্যক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট সিএসআর কার্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।
রংপুরের রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এবং দিনাজপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তারা প্রধানমন্ত্রীর আহ্বান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদযোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে এনসিসি ব্যাংক বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এ ছাড়া সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংক কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।