ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

0
90

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ব্লকচেইন ইন ব্যাংকিং শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল আলোচনা উপস্থাপন করেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম। আরও বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম। সভাপতিত্ব করেন আইবিটিআরএর প্রিন্সিপাল নজরুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।