ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন নাসির উদ্দিন

0
36

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। সংগঠনটির বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন তিনি। কমিটির বাকি মেয়াদ আগামী ৮ এপ্রিল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
শেখ হাসিনা সরকারের পতন হওয়ার প্রেক্ষাপটে বিদায়ি প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাস্থ্যগত দেখিয়ে পদত্যাগ করেন। এরপর অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সব সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
নাসির উদ্দিন আহমেদ বিআইএর দুই মেয়াদে (২০২১-২২ ও ২০২৩-২৪) প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরসের সদস্য।