ইডকলের সহায়তায় মালাউইতে অফ-গ্রিড ফান্ড উদ্বোধন

0
53

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সোলার হোম সিস্টেম স্থাপনের জন্য মালাউই অফ-গ্রিড মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (ওজিএমডিএফ) ফান্ড ম্যানেজার হিসেবে মালাউই সরকারের জ্বালানি মন্ত্রণালয়কে সহায়তা করছে। সম্প্রতি মালাউইয়ের রাজধানী লিলংওয়েতে মালাউই সরকারের জ্বালানিমন্ত্রী ইব্রাহিম মাটোলা আনুষ্ঠানিকভাবে ফান্ডটি উদ্বোধন করেন। এ সময় মালাউইতে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিউ রিডেল ও দেশটির উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ইডকলের এভিপি আশরাফ হোসেন ভূঁইয়া। একটি বার্তায় ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ ওজিএমডিএফ সফলভাবে চালু করার জন্য মালাউই সরকারকে অভিনন্দন জানান।