আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ক্যান্টিন ভবন উদ্বোধন

0
205

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের নবনির্মিত ক্যান্টিন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ আহামেদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর।