আক্কাচ উদ্দিন মোল্লা নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

0
49

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আক্কাচ উদ্দিন মোল্লা। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফকির আখতারুজ্জামান। সম্প্রতি পরিচালক পর্ষদের ৩৫৪তম সভায় সর্বসম্মতিতে দুটি পদের জন্য তারা নির্বাচিত হন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের বেশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে আক্কাচ উদ্দিন মোল্লা গড়ে তুলেছেন একাধিক তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান। তিনি রাসেল স্পিনিং মিলস, পিএনআর ইন্ডাস্ট্রিজ, তানিয়া কটন মিলস, রাসেল গার্মেন্টস, রাসেল ওয়াশিং প্ল্যান্ট, একরাম সোয়েটারস, নুরুল ইসলাম স্পিনিং মিলস, হেলাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, তফাজ ড্রেসেস, গুডম্যান ফার্মাসিউটিক্যালস, পিএনআর লেদার প্রোডাক্টস এবং একরাম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি।