আইনজীবী সমিতির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

0
53

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যাবতীয় ফি ও বার্ষিক চাঁদা লেনদেনের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিপত্র হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আফজাল করিম এবং সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, ব্যাংকের জিএম আবদুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামান প্রমুখ।