২৬০ মেধাবীকে শিক্ষাবৃত্তি দিল প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

0
33

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ, বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ২৬০ মেধাবীকে শিক্ষাবৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচি-২০২২-এর বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, পরিচালকরা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি দেওয়ার মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে, যা প্রশংসনীয়। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণের উদ্যোগ যুগোপযোগী। স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।