সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ নতুন উপশাখার উদ্বোধন

0
52

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পাঁচটি নতুন উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলোর উদ্বোধন করেন। নতুন উপশাখাগুলো হচ্ছে নোয়াখালীর ছাতারপাইয়া, কুমিল্লার ধোড়করা বাজার, কুষ্টিয়ার ভেড়ামারা, নরসিংদীর হাতিরদিয়া বাজার ও খুলনার কপিলমুনিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের আঞ্চলিক ও বিভাগীয় প্রধানরাসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।