সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ উদ্বোধন

0
52

সিলেটের চৌহাট্টাস্থ আরএন টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির পরিচালক ও শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আহছান উল্যা।
পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ডিজিটাল বুথ উদ্বোধনকালে পূবালী ব্যাংক পিএলসির পরিচালক মনির উদ্দিন আহমদ বলেন, ব্যাংক ও আর্থিক খাতে বর্তমান অস্থিতিশীলতা সত্ত্বেও পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ব্যাংকিং খাতে আমাদের অর্জিত সাফল্য ধরে রেখে, আমরা ক্যাপিটাল মার্কেটেও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে একইরকম অগ্রগতি আনতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ সারা দেশজুড়ে উন্নতমানের সেবা প্রদান করছে এবং সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।
পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকদের এই ডিজিটাল বুথ থেকে সর্বোত্তম সেবা গ্রহণের আহ্বান জানান এবং দেশব্যাপী অন্যান্য বুথের মতো সিলেটের এই বুথেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আহছান উল্যা জানান, এই বুথের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই শেয়ার কেনাবেচা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগ, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শসহ আরও নানাবিধ সুবিধা পাবেন।