সিলেটের জকিগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

0
38

সিলেটের জকিগঞ্জ থানার সোনাসার বাজারে পূবালী ব্যাংক লিমিটেডের একটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক হাবিবুর রহমান ও রানা লায়লা হাফিজ। এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।