সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অর্থায়ন করছে ইডকল

0
87

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে অর্থায়ন করছে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। বেসরকারি মালিকানায় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলটির উন্নয়নে ইডকল ১৭২ কোটি ৫০ লাখ টাকার অর্থায়ন করতে সম্মত হয়েছে। এরই মধ্যেই সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডকে (এসইজেডএল) ৭২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি। আট কোম্পানি ও তিনজন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে ২০১৮ সালে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)।