সিটি ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

0
27

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পরিচালক রুবেল আজিজের কাছে কোম্পানিটির ৩ কোটি ৮ লাখ ৯৯ হাজার ১৯৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৩৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর বিদ্যমান বাজারদরে পাবলিক মার্কেটে বিক্রি করবেন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ দশমিক ৫৯, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৩ দশমিক ৫৫, বিদেশি বিনিয়োগকারীর ৫ দশমিক ৫৪ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল সিটি ব্যাংক শেয়ারের সবশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৩০ পয়সা ও ২৬ টাকা ৭০ পয়সা।
সিটি ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১২ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।