সিটি ব্যাংক এবং এসবিকে টেকভেঞ্চারসের মধ্যে সমঝোতা চুক্তি

0
54

স্টার্টআপে অংশীদারত্ব ও অর্থায়নের জন্য সম্প্রতি এসবিকে টেকভেঞ্চারসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান এবং এসবিকের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডিরেক্টর ও সিএফও মো. মাহবুবুর রহমান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিওও এবং ক্যামেলকো মাহিয়া জুনেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও মেসবাউল আসীফ সিদ্দিকী; ডিজিটাল ফাইন্যান্সের ভারপ্রাপ্ত প্রধান মুজতানিবুল আহমেদ এবং এসবিকে টেকভেঞ্চারসের ডিরেক্টর অব ইনভেস্টমেন্টস আনিসা আলী উপস্থিত ছিলেন।