সিএমএসএমই উদ্যোক্তাদের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের ফোকাস গ্রুপ ডিসকাশন

0
93

সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের সঙ্গে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ‘এসএমই খাতে মাঝারি থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নে চাহিদা এবং সরবরাহের ব্যবধান চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার মাঠ পর্যায়ের জরিপ কার্যক্রমের অংশ হিসেবে এটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এতে সভাপতিত্ব করেন।