সামিট অ্যালায়েন্স পোর্টের এজিএম অনুষ্ঠিত

0
64

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) ১৯তম বার্ষিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএপিএলের ম্যানেজিং ডিরেক্টর জওহর রিজভী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইয়াসের রিজভী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসের রিজভী ও আজিজা আজিজ খান এসিসিএ, পরিচালকরা আঞ্জুমান আজিজ খান, লতিফ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল খান, সৈয়দ ফজলুল হক এফসিএ, আবদুল মূয়ীদ চৌধুরী ও লুৎফে মাওলা আইয়ুব। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র (স্বাধীন) পরিচালকরা হেলাল উদ্দিন আহমেদ, আনিস এ খান এবং রিয়ার অ্যাডমিরাল জেনারেল রিয়াজ উদ্দিন আহমেদ (অব.), ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ ওসমান সাজিদ, কোম্পানি সেক্রেটারি ও সহকারী মহাব্যবস্থাপক প্রমুখ। সভায় ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।