সাফজয়ী নারী ফুটবল দলকে সোনালী ব্যাংকের সংবর্ধনা

0
61

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আফজাল করিম। বিশেষ অতিথি ছিলেন ফিফা কাউন্সিল ও এক্সিকিউটিভ কমিটি এশিয়ান ফুটবল কনফেডারেশন সদস্য এবং বাফুফে উইমেনস উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ এবং ড. আবুল কালাম আজাদ।