সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

0
81

সাউথইস্ট ব্যাংক পিএলসি কর্তৃক ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৩’ আয়োজিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান ও যুগ্ম পরিচালক মো. আজমল হোসেন তিনটি অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মাসুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ওই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।