সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

0
23

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়েছে মুক্তধারা নিউইয়র্ক আইএনসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীনের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৩-এর আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।