শেষ হলো আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ৩.০

0
43

শেষ হলো অনলাইন ফাইন্যান্স প্রতিযোগিতা আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ৩.০। অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বটি সম্প্রতি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের এ আসরের বিজয়ী পুরস্কার হিসেবে নগদ ৩ লাখ টাকা ও আইডিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছে ২ লাখ ও ১ লাখ টাকার পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এবং এমডি এম জামাল উদ্দিন।