শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

0
80

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৬৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় অংশ নেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আবদুল করিম (নাজিম) (ডিজিটাল প্ল্যাটফর্মে), ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ ব্যাংকের পরিচালকরা।