শাহজালাল ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় আর্থিক সারতা কর্মসূচির আয়োজন

0
52

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় ব্যাংকের পান্থপথ শাখা ১৫ অক্টোবর শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সারতা কর্মসূচির আয়োজন করে। সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সারতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ওই আর্থিক সারতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং ব্যাংকের পাস্থপথ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরন্নবীসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।