লংকাবাংলা ফাইন্যান্স মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩

0
62

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩-এ মাস্টারকার্ড কন্টাক্টলেস (ইস্যুয়িং) ও মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার অর্জন করেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের কাছ থেকে লংকাবাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওই খাজা শাহরিয়ার পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ ও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, এসভিপি ও হেড অব আইসিটি শেখ মোহাম্মদ ফুয়াদ, এসএভিপি ও হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।