রেড ক্রিসেন্টের ঢাকা সিটি ইউনিটকে মধুমতি ব্যাংকের চেক হস্তান্তর

0
48

মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটকে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে মধুমতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওই মো. সফিউল আজম চেকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. সাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।