যমুনা ব্যাংকের নতুন লোগো উন্মোচন

0
65

নতুন লোগো উন্মোচন করেছে যমুনা ব্যাংক। যাকে ‘সমৃদ্ধি ও উদ্ভাবনের অনন্য মেলবন্ধনে আরো উন্নত ও স্মার্ট ব্যাংকিং সেবার অঙ্গীকার’ বলে উল্লেখ করেছে আর্থিকপ্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম ব্যাংকের সব পরিচালকদের সঙ্গে নিয়ে রাজধানীর অভিজাত একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরো ছিলেন প্রধান কার্যালয় ও ব্যাংকের সব শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।