মিডল্যান্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

0
79

জাহাজ নির্মাণ শিল্পে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে মিডল্যান্ড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ আক্তার-উজ-জামান ও মাহেদী মামুন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, এসএভিপি এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিটের প্রধান আবু শাহাদাত মোহাম্মদ শাহেদ।