মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান মঞ্জুর এলাহী

0
75


মো. আবদুল মালেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি গত দুই বছর ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে এমটিবি এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেছেন। তিনি এমটিবি বোর্ড নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এপেক্স গ্রুপেরও চেয়ারম্যান তিনি। মঞ্জুর এলাহী বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০ এবং বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০০২ পুরস্কারসহ বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার জিতেছেন।