মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ট্রাস্ট ব্যাংকের সম্মেলন

0
83

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা ও কার্যক্রম বৃদ্ধির উদ্দেশে ট্রাস্ট ব্যাংকের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আহসান জামান চৌধুরী। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী।