মাইডাসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলী ইমাম মজুমদার

0
110

আগামী দুই বছরের জন্য মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী ইমাম মজুমদার। সম্প্রতি কোম্পানির ৩৫০তম বোর্ড সভায় তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সাল থেকে তিনি মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইমাম মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পরিকল্পনা কমিশন সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিবসহ ইত্যাদি পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব হিসেবে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসক হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্বরত ছিলেন। তিনি ২০০৭ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগদান করেন। মজুমদার সোনালী ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি একজন কলামিস্ট ও সুজনের কার্যনির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি টিআইবির একজন ট্রাস্টি। বরেণ্য কর্মজীবনের অধিকারী ইমাম মজুমদার এখন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিয়েছেন। প্রত্যাশা করা হচ্ছে, তার দূরদর্শিতা ও অভিজ্ঞতার ফলে প্রতিষ্ঠানটির গঠনমূলক ও যুগোপযোগী পরিবর্তন আসবে এবং আর্থিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।