মধুমতি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি

0
70

মধুমতি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি রফতানিমুখী উৎপাদকদের দীর্ঘমেয়াদি অর্থায়নের সুবিধা প্রদান বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ডিএমডি কামরুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।