ভারতে সোনালী ইন্টেলেক্ট লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত

0
71

সোনালী ব্যাংক পিএলসির প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠান সোনালী ইন্টেলেক্ট লিমিটেড পরিচালনা পর্ষদের ৩৪তম সভা ভারতের চেন্নাই শহরের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং সোনালী ইন্টেলেক্ট পরিচালনা পর্ষদ সদস্য মো. আফজাল করিম, অন্য পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে রাজু দারইয়ানি, মো. রেজওয়ান আল বখতিয়ার, এসভি রামানন, সোনালী ইন্টেলেক্টের সিইও এসএম জাহাঙ্গীর আখতার এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস অংশ নেন।